১৮ কেজি নিষিদ্ধ বাজী সহ দু জন কে গ্ৰেপ্তার করলো পুলিশ : পেশ বর্ধমান আদালতে

14th November 2020 11:14 am অনান‍্য
১৮ কেজি নিষিদ্ধ বাজী সহ দু জন কে গ্ৰেপ্তার করলো পুলিশ : পেশ বর্ধমান আদালতে


আমিরুল ইসলাম ( ভাতার ) : করোনা আবহে গোটা রাজ‍্যে সমস্ত রকমের বাজী পোড়ানো নিষিদ্ধ । এমনকি বাজী বিক্রিতেও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা । পুলিশকে এলাকাগত ভাবে নজরদারি রাখার কথা বলেছে উচ্চ আদালত । সেই নির্দেশ অনুসারেই বাজারে বাজারে চলছে পুলিশের অভিযান ও নজরদারি । পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ আমারুন ও এওরা বাজারে অভিযান চালিয়ে ১৮ কেজি নিষিদ্ধ বাজী উদ্ধার করলো । দু জনকে গ্ৰেপ্তার ও করা হয়েছে বাজী মজুদ করার করার জন‍্য । ধৃতদের পেশ করা হয়েছে বর্ধমান আদালতে । কালীপুজো , ছট পুজো , জগদ্ধাত্রী পুজো , কার্তিক পুজো সমস্ত ক্ষেত্রেই বাজী পোড়ানোতে নিষেধাজ্ঞা রয়েছে উচ্চ আদালতের । অমান‍্য করলেই আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে । নজরদারি জারি থাকবে বলে পুলিশ সুত্রে জানা গেছে । 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।